আম উৎসব
বিভাগ- ফল-ফলাদি
তারিখ: ১১ ডিসেম্বর ২০২৪ - ১৩ ফেব্রুয়ারি ২০২৫
বরেন্দ্রর ঢেউখেলানো ভূমি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এই ভাদ্র মাসে একসময় তাল ছাড়া কোনো ফলই পাওয়া যেত না। আর এখন সেখানে গাছে গাছে দোল খাচ্ছে ‘ইলামতি’ আম। ইলা মিত্রের ‘ইলা’ আর দামি অর্থে ‘মতি’ নিয়ে নাম ধারণ করা সুস্বাদু আম এটি। দোল খেতে খেতে মায়া ছড়াচ্ছে ‘মায়াভোগ’। এ ছাড়া আছে থাইল্যান্ডের জাত কার্টিমন, থ্রিটেস্ট, আমেরিকান কেন্ট।
বিস্তারিত দেখুন