প্রমোশন
আলু (নতুন)
৬৫৬০/ কেজি
ভারতে প্রথম আলু চাষ শুরু করেছিলেন পর্তুগিজরা। যদিও তারা আলুকে বতেতো বলতো তা পরে পটেটো অর্থাৎ আলু তে রূপান্তরিত হয়। ভারতের পশ্চিম উপকূলে তারা সপ্তদশ শতকের প্রথম দিকে আলুর চাষ শুরু করে , পরে অষ্টাদশ শতকের শেষের দিকে উত্তর ভারত ও বঙ্গে ব্রিটিশরা আলুর প্রচলন করেন।
নূন্যতম অর্ডার ২ কেজি
ওভারভিউ
ভারতে প্রথম আলু চাষ শুরু করেছিলেন পর্তুগিজরা। যদিও তারা আলুকে বতেতো বলতো তা পরে পটেটো অর্থাৎ আলু তে রূপান্তরিত হয়। ভারতের পশ্চিম উপকূলে তারা সপ্তদশ শতকের প্রথম দিকে আলুর চাষ শুরু করে , পরে অষ্টাদশ শতকের শেষের দিকে উত্তর ভারত ও বঙ্গে ব্রিটিশরা আলুর প্রচলন করেন।
পণ্য শ্রেণি | রেডি টু কুক |
---|---|
পণ্য উপশ্রেণি | আলু |